|
---|
নিজস্ব প্রতিনিধি,চণ্ডীতলা : শিয়াখালার অতি প্রাচীন সাংস্কৃতিক সংস্থা “সংস্কৃতি শিয়াখালা হুগলী”এর ৩২৯ তম মাসিক অনুষ্ঠান ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান হয়।শিয়াখালা পাতুল গ্রামে এ দিন একক সংঙ্গীত স্বরচিত কবিতা পাঠ সহ সাংবাদিক সংবর্ধণা অনুষ্ঠান হয়।আনন্দবাজার এই সময় পত্রিকার সাংবাদিক গণ সহ এলাকার সাংবাদিক শেখ আবদুল আজিম সাহেবকে বিশেষ সংবর্ধণা জ্ঞাপন করা হয়। ব্যক্তব্য সকলকে মুগ্ধ করে, সংস্থার প্রচার বিভাগের সম্পাদক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবজ্যোতি অধিকারী বলেন এই পাতুল গ্রামের ই অন্যতম গর্ব প্রেমেন্দ্র পুরস্কার প্রাপ্ত কবি ভোলানাথ বন্দোপাধ্যায় এই সংস্থার বীজ বপন করেন ছিলেন। এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী গুণীজনরা এই সংস্থার সদস্য সংখ্যাও ৫০অতিক্রান্ত।সংস্কৃতি শিয়াখালার গণ্ডি ছড়িয়ে বিশ্বের দরবারে, সকলে সংস্কৃতি সম্পর্কে জানছেন।বর্তমানে আমাদের সংস্থার সভাপতি জগজ্যোতি মন্ডল সম্পাদক মানস ঘোষ যে ভাবে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন এতে আমরা আরও বৃহৎ সাংস্কৃতিক সংস্থায় পরিণত হব।