সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক পলাশীতে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঐতিহাসিক পলাশীর জানোকিনগরে আল ইহসান চারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা।

    মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক মূলক নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যেমন কেরাত পরিবেশন, ইসলামিক নাসীদ, বাংলা এবং ইংরেজি তাৎক্ষণিক বক্তব্য ও ইসলামিক কুইজ।

    এদিনের অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখার জন্য যারা গ্রামের কবর খুড়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, যাহাতে করে নতুন প্রজন্ম কবর খুঁড়তে উদ্বুদ্ধ হয়।
    এবং বিশিষ্ট ব্যক্তিদের হাতে সংবর্ধনা জানানো হয় ট্রাস্টের পক্ষ থেকে।
    এদিনের আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ওবাইদুর রহমান বুখারী হাফিজাহুল্লাহ ও শাইখ আবদুল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ।