“শান্তিপুরে বড় পুজোয় বস্ত্র বিতরণ বিধায়ক অরিন্দমের

শরিফুল ইসলাম নতুন গতি : শান্তিপুর শারদীয়া উৎসব উপলক্ষ্যে শান্তিপুর গোধূলি লজে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে আজ , এক বস্ত্রদান শিবিরে অন্তত তিন হাজার মানুষের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ’এর আয়োজন করা হয়।

    মঙ্গলবার, শান্তিপুর বিধানসভার অভ্যন্তরে ছটি গ্রাম-পঞ্চায়েত এবং একটি পৌরসভার চব্বিশ টি ওয়ার্ডের বিভিন্ন পেশায় প্রান্তিক উপার্জনকারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ছোট-বড় অনেকেই পুজো উপলক্ষ্যে বস্ত্রদানের ওই শিবিরে আসেন। এবং খুশি মনে নতুন বস্ত্র নেন ।এদিন, বিধায়ক অরিন্দম জানান, ” শহর-গ্রাম মিলিয়ে প্রাথমিক পর্যায়ে আপাতত হাজার তিনেক মানুষের হাতে আমরা পুজোয় নতুন জামা-কাপড় তুলে দিতে পেরেছি, আরো কিছু মানুষের কাছে আমরা এই কদিনের মধ্যে যেতে পারব আশা করছি।”

    শহরের শপিং মল আর বাজারে রঙ্গিন আলোয় স্বাবলম্বীদের ভিড়ে চলছে উৎসবের কেনা-কাটার রেওয়াজি মেজাজ । ঠিক সেই মুহূর্তে , এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে অল্প আলোয় নতুন পোশাক হাতে কয়েক হাজার জোড়া চোখের হাসি মুখের উজ্জ্বলতাই বা কম কি ?