|
---|
সংবাদদাতা : করোনা ভাইরাস এর সচতেনতা ও সারাদেশ জুড়ে যে লকডাউন চলছে তাঁর জন্য নদীয়া জেলার শান্তিপুরে গরীব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ইসলামিক এডুকেশন ট্রাস্টের অধীনস্থ সংস্থা অঙ্কুর এর উদ্যোগে প্রথম বার খাদ্য সামগ্রী দেয়া হয় রাজাপুরে। দ্বিতীয় বার খাদ্য সামগ্রী দেয়া হয় বের পাড়ায়। তৃতীয় বার খাদ্য সামগ্রী দেওয়া হয় সংস্থার কার্যালয় থেকে।মোট ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। ট্রাস্টের সম্পাদক জানান আগামীতে আরো খাদ্য সামগ্রী দেয়া হবে তাঁর চেষ্টা চলছে। সম্পাদক অমর দফাদার জানান আমরা আগামীতে এই ধরণের কাজে সহযোগিতায় করবো।