সন্তোষপুর মনন-এর নাট্যউৎসব ‘রঙ্গসৃষ্টি’ হয়ে গেল

রামিজ আহমেদ : সন্তোষপুর মননের আয়োজনে রঙ্গসৃষ্টি এই বছর তিন বছরে পদার্পণ করলো। ২০২২ থেকে মনন এই নাটকের উৎসব আয়োজন করে চলেছে। এই বছর দুটি প্রেক্ষাগৃহে মোট 3 দিন এই উৎসব পালিত হলো।

    মঞ্চনাটক দর্পণ সাক্ষী দিয়ে যাত্রা শুরু করে মনন এর সাম্প্রতিককালের প্রযোজনার নাম ভোকাট্টা। সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে এই নাটক তৈরি করেছে মননের তরুণ প্রজন্ম।
    এবারের নাট্য মেলায় মোট ১১ টি দল এর ১১ টি নাটক অভিনীত হলো। শহরের বিভিন্ন প্রান্তের নাট্য দলের সাথে সাথে অন্যান্য জেলার নাট্যদলও অংশগ্রহণ করেছে এই নাট্যমেলায়।
    এবারের নাট্যমেলার তত্বাবধানে ছিলেন কর্ণধার শ্রীমতি কাকলী কোলে ও শ্রী সনাতন কোলে। নাট্যমেলার কো অর্ডিনেটর ছিলেন সৌভিক কুইলা ও দলের নির্দেশক সাগ্নিক কোলে।