সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী এবং অভিভাবক দের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

বাইজিদ মণ্ডল সন্তোষপুর: গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা সন্তোষপুর শিক্ষায়তন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতা প্রচার করা এবং সকল ছাত্র ছাত্রী, কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং স্থানীয় সদস্যদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পাশাপাশি ঔষধ দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করার লক্ষে স্কুল প্রাঙ্গনে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় উপস্থিত ৮৬ জন ছাত্র -ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা মিলিয়ে ১২০জন চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির পরিষেবা গ্রহণ করেন। প্রতিটি ছাত্র -ছাত্রী ও তাঁদের অভিভাবকদের সাধারণ স্বাস্থ্য সহ চক্ষু পরীক্ষা করা হয়। বিশিষ্ঠ সমাজসেবী অমল কর্মকার তিনি জানান এখানে ছাত্র -ছাত্রীদের মধ্যে ৫জনের চোখে পাওয়ার এসেছে এবং অভিভাবকদের মধ্যে ৮জনের পাওয়ার বৃদ্ধি পেয়েছে এবং একজন বৃদ্ধার ছানি এসেছে। প্রয়োজনীয় ওষধ সকলকেই দেয়া হয়েছে। শিবিরের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি পামেলা দত্ত এছাড়াও ডাক্তার প্রদীপ পুরকাইত এর নেতৃত্বে মেডিক্যাল টিম কাজ করে। এছাড়াও উপস্তিত ছিলেন দেবাশীষ পাল, কনা সাহা, তপন চক্রবর্তী, মিনা রায়, শিলা গুপ্ত ও কৌশিক সাহা এবং স্কুলের দিদিমনি, মাস্টার মহাশয় ও স্টাফদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে সম্পাদক অমল কর্মকার মহাশয় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।