|
---|
অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: বর্তমানে করোনার প্রকোপ যে হারে বেড়ে চলেছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসাত্মক ঘটনা। করনা যেমন কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ তেমনি রাজনীতি হিংসার কারণ চলে যাচ্ছে বেশ কিছু তরতাজা জীবন।
তাই সাধারণ মানুষকে করণা থেকে সচেতন করতে এবং এলাকায় শান্তি বজায় রাখার বার্তা নিয়ে বর্ধমানের অলিতে-গলিতে নিঃস্বার্থভাবে ঘুরে বেড়াচ্ছে স্বপন দত্ত বাউল। তিনি তার বক্তব্য ও গানের মাধ্যমে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করছেন এবং এলাকায় শান্তি বজায় রাখার আবেদনও রাখছেন।