হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চারাগাছ রোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  “একটি গাছ একটি প্রাণ”- এই শ্লোগানকে সামনে রেখে অরণ্য সপ্তাহ উদযাপন করলো মেদিনীপুর শহরের স্বনামধন্য সমাজসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের মহাতাবপুরে ব্লাইন্ড মাদ্রাসার পার্শ্ববর্তী জায়গায় এবং পালবাড়িতে সংস্থার সভাপতি দিলীপ মান্না ও সদস্যা মৌসুমী মান্নাদের বাগানবাড়িতে চারাগাছ রোপণের পাশাপাশি চারাগাছগুলো কে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়।

     

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দিলীপ মান্না সম্পাদিকা সুদীপ্তা চক্রবর্তী কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল কোষাধক্ষ্য ষোড়শী সিংহ, সমাজসেবী মনিকাঞ্চন রায়,নরসিংহ দাস,সঙ্গীতা সিংহ,শর্মিলা কোলে,মৌসুমী মান্না,সুমন চ্যাটার্জি কল্যাণ কর সহ অন্যান্যরা।