শিশুদের অপুষ্টি দূরীকরণে এগিয়ে এলো স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

অতনু ঘোষ, নতুন গতি, মেমারি: বর্তমান পরিস্থিতিতে গ্রামাঞ্চলে ও প্রান্তিক এলাকায় অনেক শিশুই পুষ্টি জাতীয় খাবার পাচ্ছে না।তাই এবার অপুষ্টি দূরীকরণে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

     

    এদিন মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা অঞ্চলে বাগিলা হাইস্কুলে একটি অপুষ্টি দূরীকরণ শিবির করে এলাকার দুস্থ পরিবারের শিশুদের হাতে কিছু পুষ্টি জাতীয় খাবার তুলে দিলেন স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদর সদস্যরা।

    এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এডিএমজি সুপ্রিয় অধিকারী, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মহঃ শামীম, সহ অন্যান্য সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

     

    এই বাগিলা স্কুল মাঠে একটি ফুটবল একাডেমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে অনুশীলন করে। উপস্থিত বিশেষ অতিথি পূর্ব বর্ধমান জেলার এডিএমজি হাত দিয়ে স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে ওই ফুটবল একাডেমীর হাতে দুটি ফুটবলও তুলে দেয়া হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এন সি সির সদস্য সদস্যারাও। তারা সম্মান জানিয়ে এদিনের বিশেষ অতিথি পূর্ব বর্ধমান জেলার এ ডি এম জি সুপ্রিয় অধিকারকে স্বাগত জানান এবং অর্গানাইজেশন এর সদস্য সদস্যরা উপস্থিত অতিথিবৃন্দ কে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।

     

    এদিন 50 জন শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি আগামী দিনে মেমারি বিধানসভার প্রত্যন্ত এলাকায় অপুষ্টি দূরীকরণে স্বপ্নভূমি ওয়েলফারে অর্গানিজেশন তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবেন বলে জানালেন সংস্থার কোষাধক্ষ্য শেখ সৈকত।

     

    অপুষ্টি দূরীকরণ কর্মসূচি এদিন প্রথম নয়! স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন আগেও মেমারি বিধানসভার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচি করেছেন এবং আগামী দিনে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান সংস্থার সভাপতি শোভন চৌধুরী, স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এক ঝাঁক তরুণ তুর্কির এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।