|
---|
নূর আহমেদ : সারা বাংলা বাউল লোক শিল্পী মিলন উৎসব। স্হান দেবীপুর উত্তর বাজার। আয়োজক অমৃতবাউল লোকগান। ব্যাবস্হাপনায়, দেবীপুর স্টেশন বাজার ব্যাবসায়ী বৃন্দ। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ সারা বাংলা বাউল লোক শিল্পী মিলন উৎসব ৭ম বর্যে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন। দেবীপুর শাখার ভারতীয় স্টেট ব্যাঙ্কের ম্যানেজার বিশ্বদীপ চ্যাটার্জী। ৪ দিন ব্যাপী এপার বাংলার ২৩ জেলার সুবিখ্যাত শিল্পীগন ও ওপার বাংলার শিল্পীদের নিয়ে মিলন উৎসব। ৪ দিন ব্যাপি এই অনুষ্ঠান চলবে। দুপুর ২ ঘটিকা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত। প্রত্যেক দিন অনুষ্ঠানে সকালে থাকবে, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা। জানালেন, অমৃত বাউল লোকগান প্রসার সমিতি রাজ্য কমিটির সম্পাদক মনিমোহন দাস। মিলন উৎসবে উপস্থিত ছিলেন, পূর্ণ চন্দ্র দাস বাউল, নিতাই মহান্ত বাউল, সমর কর বাউল প্রমুক। এদিন বেলা ১১ টা নাগাদ এই বাউল মিলন উৎসব মঞ্চে একটি রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়ে এই উৎসবের সূচনা হয়। শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।