|
---|
সেখ সামসুদ্দিন, ১১ জানুয়ারি : দলীয় নির্দেশ মেনে আজ সারা রাজ্য জুড়ে শুরু হয় দিদির দূত কর্মসূচি। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ আবুইঝাটি ১ ও ২ অঞ্চলে শুরু হয় এই কর্মসূচী। আবুঝহাটি ২ অঞ্চলের গোপালপুর মুক্তকেশী মন্দিরে ও আবুঝহাটি ২ অঞ্চলে পশ্চিম মধ্য পাড়ার দুর্গামন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। সূচনা করেন বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, মহিলা নেত্রী মিঠু মাঝি, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, আই এন টি টি ইউ সি এর সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, বেরুগ্রাম অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ, আবুইঝাটি ১অঞ্চল সভাপতি তরুণ কুমার দা সহ সকল শাখা সংগঠনের সভাপতি, আবুঝহাটি ১ পঞ্চায়েতের প্রধান আশরাফ আলী সহ স্থানীয় নেতৃত্ব। বিধায়ক, ব্লক সভাপতি সহ অন্যান্যরা স্থানীয় আবুঝহাটি সাবিত্রী দেবী বিদ্যালয়ে যান। পরে তাঁরা আবুঝহাটি ১ অঞ্চল স্পোর্টস দেখতে উপস্থিত হন, সেখানে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন। দিদির দূত হয়ে যারা কাজ করবেন তাদের হাতে দিদির দূত কিট তুলে দেওয়া হয়। পরে তাঁরা আবুঝহাটি ১ পঞ্চায়েতে গিয়ে মিটিং করে আজকের কর্মসূচী শেষ করেন। বিধায়ক ও ব্লক নেতৃত্বকে সামনে পেয়ে উজ্জীবিত দলের কর্মী সমর্থকরা।