সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন মামূন ন্যাশনাল স্কুলে

নিজস্ব সংবাদদাতা : সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন মামূন ন্যাশনাল স্কুলে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিবছরের ন্যায় এবারেও যশস্বী ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা সাহেব প্রতিষ্ঠিত মেমারির মামূন ন্যাশনাল স্কুলে উদযাপিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। সোয়া আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ মন্ডল।এ উপলক্ষে বিদ্যালয়ে দেশাত্মবোধক গান, কবিতা, গজল, অঙ্কন, কুইজ প্রভৃতি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের ব্যাপক সংখ্যক ছাত্র এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে। দিবসটির গুরুত্ব,তাৎপর্য ও ইতিবৃত্ত ব্যাখ্যা করে মনোজ্ঞ বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ মন্ডল ও সহকারী শিক্ষক জনাব আব্দুর রশিদ| পাশাপাশি দশম শ্রেণির ছাত্র মোস্তাক মন্ডল অত্যন্ত সুন্দরভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় কেরাত পাঠ করে ষষ্ঠ শ্রেণির ছাত্র সোলাইম সেখ। বাংলা ও ইংরেজিতে অনুবাদ পাঠ করে আফসান আহমেদ (ষষ্ঠ) ও সিনদীদ মোস্তাফা (ষষ্ঠ)। অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সেখ সুরামত আলি ও জাহাঙ্গীর সেখ। সমগ্র অনুষ্ঠান হয় মোর্তজা সেমিনার হলে। অনুষ্ঠান পরিচালনায় ছিল নবম শ্রেণির ছাত্র আরজাউল হোসেন ও সায়ন চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহাশয়। অপরদিকে মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায় ও মহাসমারহে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। অনুষ্ঠানটি হয় দুটি পর্বে। প্রথম পর্ব শুরু হয় বিদ্যালয় এর মূল প্রাঙ্গণে সকাল ৮ টায়। এই পর্বে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সকলে উপস্থিত ছিলেন। ছাত্রীদের জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে পতাকা উত্তোলিত হয়। পতাকা উত্তোলন করেন কোটা পঞ্চায়েতের প্রধান মাননীয়া ইন্দ্রানী চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন কোটা পঞ্চায়েতের উপপ্রধান সর্বজন প্রিয় শেখ আলাউদ্দিন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই মূল অনুষ্ঠানটি শুরু হয় সকাল দশ টায়। এই অনুষ্ঠানটি হয় বিদ্যালয়ের অভ্যন্তরে হলরুমে।
ছাত্রীদের পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কেরাত পাঠ করে সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম নার্গিস এবং তা বাংলা ও ইংরেজিতে যথাক্রমে অনুবাদ করে মীর সামরিন সুলতান(সপ্তম শ্রেণি)ও নাফিসা খাতুন(ষষ্ঠ শ্রেণি)। এই অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ও বোর্ড অব ট্রাস্টীজের মেম্বার সিরাজুল ইসলাম। এই অনুষ্ঠানে অসংখ্য ছাত্রী কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পাঠ ,ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, ইসলামিক গজল, বসে আঁকা প্রতিযোগিতা ইত্যাদি নানা ইভেন্টে মহানন্দে অংশগ্রহণ করে। দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বিশ্বাস ও তাবাসসুম আলী অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিল। সমগ্র অনুষ্ঠানটি তারা ইংরেজিতে পরিচালনা করে।
বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক রাজেশ মোল্লাও সভার সভাপতি এই অনুষ্ঠানে আজকের দিন নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন। পরাধীন ভারতবর্ষের অতীত ইতিহাস, বীর বিপ্লবীদের বলিদান, স্বাধীনতার প্রাপ্তি ও বর্তমান ভারতবর্ষের সংকট, এই অনুষঙ্গ এ ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি নানা বিষয়ে তাঁরা আলোকপাত করেন।অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় এবং চলে সারাদিন ব্যাপী।কবিতা,আবৃতি,গান, ক্যুইজ,বক্তৃতা ইত্যাদি উপস্থিত সকলকে বিমুগ্ধ করে। পবিত্র কোরান শরীফের অংশবিশেষ পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা আর সভাপতির আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই রকম একটি বৈচিত্র্যময় ও আকর্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

    15-08-2023