|
---|
সংবাদদাতা : আজকে হাওড়া জেলার আমতা থানার সারদা তাজপুর হাই মাদ্রাসার প্রাক্তন পার্ট টাইমার শিক্ষক নাজিম হাসান মৃধা সাহেব প্রাইমারী স্কুলে নতুন চাকরি পেয়েছেন এই আনন্দে সারদা তাজপুর হাই মাদ্রাসার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দিয়ে পুরস্কৃত করা হয়, এদিন উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন টিচার ইনচার্জ ও বর্তমান কাঁচডহরী গুইয়াদহ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ জামিউর রহমান সাহেব, এই মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত কুমার বেরা মহাশয়, মাদ্রাসার ক্লার্ক জনাব গোলাম খাঁন সাহেব, মাদ্রাসার শিক্ষক ও হোস্টেল সুপার মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ সাহেব,প্রাক্তন শিক্ষক জবেদ আলী খাঁন সাহেব, শ্রী সুকুমার সাঁওতা বাবু, জনাব আফতাব মল্লিক সাহেব, শ্রী তন্ময় আদক বাবু, শ্রীমতি কাকলি মন্ডল, পম্পা দাঁ,আহমেদ মীর ও প্রবীর ঘোষ।