|
---|
সংবাদদাতা : শারদীয় উপহার হিসাবে নতুন পোষাক বিতরন করলো সেচ্ছাসেবী সংস্থা মানবতা সাথে শিক্ষা সরঞ্জাম।দক্ষিণ ২৪ পরগনার সমাজকল্যাণ মূলক সংস্থা মানবতা আসন্ন শারদীয়া উপলক্ষে বাকুড়া জেলার তালডাংরা পার্শ্ববর্তী আদিবাসী অধ্যুষিত বাগিশা গ্রামে আজ ৫০ জন শিশু ও অসহায় বৃদ্ধ-বৃদ্ধা মহিলা মিলিয়ে ২০০ জনকে নতুন পোষাক প্রদান করলো। সাথে শিশুদের শিক্ষা সরঞ্জাম স্বরুপ পেন,পেন্সিল, খাতা,রাবার স্কেল, রং পেন্সিল, পেন্সিল বক্স প্রদান করে।
এদিন গ্রামের মানুষ তাদের প্রচলিত আদিবাসী প্রথা মেনে শালপাতার মালা টুপি গামছা দিয়ে উপস্থিত অতিথিদের বরণ এবং ধামশা মাদল সহযোগে আদিবাসী নৃত্য প্রদর্শন করে। উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা সদস্য ডা: তৌহিদুর রহমান শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তারী পড়ুয়া আসমাতারা মন্ডল, শিক্ষিকা সুরাইয়া বিবি পিয়াদা,খুঁদে সদস্য সাফ্রিন ও সুহানা এছাড়া তুলসীপদ মান্ডি, নরেন মান্ডি,পানু সরেন, সনাতন সরেন,নির্মল মান্ডি।এদিন অনুষ্ঠানটির ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন বিষ্ণুপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার দে।
এদিন মানবতা’র সাধারণ সম্পাদক আগামীতে এই গ্রামে শিশুদের জন্য ফ্রি কোচিং সেন্টার শুরু করার ঘোষণা করেন পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদাহরন দুিয়ে ।স্বাস্থ্য সচেতনতার উপর বক্তব্য রাখেন ডা:তৌহিদুর রহমান। সঞ্চালন করেন সমাজসেবী তাপস কুমার দে। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত। উপহার পেয়ে গ্রামের আবাল বৃদ্ধ বনিতার মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা যায়।