|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : কলকাতার মৌলালী যুব কেন্দ্রের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নজরুল উৎসব ২০২৩ । অনুষ্ঠানের সূচনা পর্ব আলোকিত হয়ে ওঠে নতুন গতি পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর সাহেবের সমৃদ্ধ বক্তব্যে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনের মধ্যে ছিলেন কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, বিশ্ব বাংলা সংস্কৃতি পরিষদ ঢাকার প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান ,অধ্যাপিকা ড.উর্মিলা সেন ও পদ্মশ্রী ড. অরুণোদয় মন্ডল প্রমূখ। নজরুল চর্চা কেন্দ্র বারাসাত এর পক্ষ থেকে নজরুল স্মারক সম্মাননা দেওয়া হয় নজরুল গবেষক দেবশ্রী ঘোষ বিশ্বাস , সিদ্দিকুর রহমান, উদাস উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, কবি সাহিত্যিক নাসরিন ইসলাম,সাংবাদিক আইয়ুব আলী ও নজরুল চর্চায় বিশেষ অবদানের জন্য নদীয়ার সুজন বাসর সংস্থার সম্পাদক ইনাস উদ্দিন কে। সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ দিনের সংস্কৃতিক অনুষ্ঠান কে বিশেষ মাত্রা দেয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নজরুল চর্চা কেন্দ্রের সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড. শেখ কামাল উদ্দিন সাহেব । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরুপম আচার্য। উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক শাহজাহান মন্ডল।