সাড়ম্বরে উদযাপিত মেলামেশা সাহিত্য বাসরের পঁচিশে বৈশাখ

নিজস্ব প্রতিনিধি,ধনিয়াখালি : প্রতিবারের মতো এবারও গানে, কবিতায়, কথায় সাড়ম্বরে পঁচিশে বৈশাখ উদযাপন করল ধনেখালি ‘মেলামেশা সাহিত্য বাসর’। অনুষ্ঠানের শুরুতে দরদি কন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বর্ষিয়ান শিল্পী অমল কান্তি দাস। এরপর অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখা করেন সাহিত্য বাসরের সম্পাদক সাহিত্যিক স্বপন কুমার হালদার। কবিগুরু রবীন্দ্রনাথের ভাবাবেগকে সামনে রেখে আয়োজিত এদিনের পঁচিশে বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, সংগীত শিল্পীর অংশ গ্রহনে সমগ্র অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় সুরভি পাঠাগারে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন ভাবে অংশ নিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক, ঔপন্যাসিক জারিফুল হক, কবি সন্ধ্যা রং, কবি বন্দনা মালিক, অরূপ বন্দ্যোপাধ্যায়, তরুন কুন্ডু, গুরুপদ মজুমদার, শিবপদ পাত্র, সত্যনারায়ণ নন্দী, প্রবীর দাস ঘোষ, সৌম্যদীপ মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, নির্মাল্য গঙ্গোপাধ্যায়, অঙ্কিতা দাস, শিল্পা দাস, আসফাক আহমেদ, মদন চন্দ্র ঘোষ, উদয় শংকর সেন প্রমুখ। সাহিত্যিক তথা সাহিত্য বাসরের সম্পাদক স্বপন কুমার হালদারের সঞ্চালনায় পঁচিশে বৈশাখের অনুষ্ঠানটি প্রাঞ্জল ও উপভোগ্য হয়ে ওঠে।