|
---|
মালদা: নিষ্ঠা ও রীতির সাথে পালিত হল ষড়ানন এর পুজো। মালদার হবিপুর থানার ঋষিপুর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই পুজো। এবছর 63 তম বর্ষে পড়ল পুজো। বুধবার রাতে পূজাকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। রীতি মেনে চার প্রহরের অনুষ্ঠিত হয় কার্তিক পুজো।
এই পুজোর বিশেষ আকর্ষণ হল ষড়ানন এর পূজাকে কেন্দ্র করে প্রচুর ভক্ত তাদের মনস্কামনা পূর্ণ হলে ছোট ছোট কার্তিক মূর্তি দিয়ে থাকেন। এই বছর 50 টির বেশি ছোট ছোট কার্তিক মূর্তি দিয়ে পুজো করেন ভক্তরা। শুধু মালদা জেলার নয় আশেপাশের প্রতিবেশী জেলা থেকেও প্রচুর ভক্তের সমাগম ঘটে এই কার্তিক পুজো।
পুরাণে কথিত আছে তারকাসুর কে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়। জন্ম লগ্নে কার্তিক দেখতে খুব সুন্দর ছিল। সেই সময় 6 জন কৃত্তিকা কার্তিককে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করে। 6 জন কৃত্তিকার মনোবাসনা পূর্ণ করতে কার্তিক 6 মাথার রূপ ধারণ করে। সেই থেকেই কার্তিকের আরেক নাম ষড়ানন। দক্ষিণ চাঁদপুর গ্রামে স্বরূপ এই পূজিত হন দেবসেনাপতি কার্তিক।
ঋষিপুর সার্বজনীন কার্তিক পূজা উপলক্ষে দক্ষিণ চাঁদপুর প্রতি বছর মেলার আসর বসে। তবে গত দুই বছর ধরে করনা পরিস্থিতি থাকায় মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকটাই কমিয়ে দিয়েছে পুজো কর্তারা। এবছর পুজো হলেও ছোট করে মেলার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মাত্র তিন দিন আয়োজন করেছেন উদ্যোক্তারা। করণা বিধি মেনে পুজো করতেই উদ্যোক্তাদের এমন উদ্যোগ।