“স্বরান্তরের”পঞ্চম বর্ষ আবৃত্তি উৎসব এবং কবি সম্মেলন

আয়ুব আলি : উত্তর ২৪ পরগণার মাদরালে গত ১৪ এবং ১৫ই জানুয়ারী দু’দিন ব্যাপি পালিত হল – “স্বরান্তরের” পঞ্চম বর্ষ আবৃত্তি উৎসব এবং কবি সম্মেলন। প্রথম দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন – বিশেষ বাচিক ব্যক্তিত্ব মাননীয় তপোময় বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বরণ করা হয় তপোময় বাবু সহ অন্যান্য আমন্ত্রিত কবিদের।  সম্মানিত করা হয় “স্বরান্তরের” স্মারকে।কবিদের মধ্যে মাননীয় শ্যামা প্রসাদ ঘোষ সহ আরও অনেকেই ছিলেন মঞ্চ আসনে ৷ পঞ্চম বর্ষের স্বরান্তর পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন সম্মিলিত কবিরা। কবিরা সকলেই”স্বরান্তরের” প্রতি রাখেন তাদের শুভেচ্ছা বার্তা।  সূচনা পর্বের পরেই শুরু হয় একক বা দলগত আবৃত্তি নিবেদন।  দর্শক আসন আলোকিত করেন দূর থেকে আসা অনেক দূরের মানুষ এবং উপস্থিত হন অনেক স্থানীয় মানুষেরাও। অনুষ্ঠানে শিশু শিল্পীদের অবৃত্তির সঙ্গে অভিনয় – ভীষণ ভালোলাগার এবং উপভোগ্য হয়ে ওঠে দর্শক -শ্রোতাদের চোখে এবং মনে ৷ আবৃত্তির “স্বরান্তর” প্রতিষ্ঠান আবৃত্তিকে নিত্য নতুন রূপদানে দায়বদ্ধ।