|
---|
রেজাউল করিম , মোথাবাড়ি : ১৩অক্টোবর,শনিবার সারারাত্রিব্যাপী যুবকবৃন্দের পরিচালনায় এক জমজমাট কবাডি প্রতিযোগিতা হল ৷ খেলা চলে রবিবার ভোর ৫ টা অবধি। কালিয়াচক-২ ব্লকের উত্তরলক্ষ্মীপুরে এই গ্রামে হাডুডু প্রতিযোগিতা ৭ম বর্ষে পদার্পন করল। এদিন আতসবাজি প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির চেয়ারম্যান ড: মোয়াজ্জেম হোসেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ক্লাবগুলিকে আর্থিক সাহাজ্যের মাধ্যমে এলাকার খেলাধূলা, সাংস্কৃতিক বিকাশের দিকগুলি তুলে ধরেনও মুখ্যমন্ত্রীর কাজের ভূয়শী প্রশংসা করেন মোয়াজ্জেম হোসেন। এলাকার যুবকদের জন্য ক্লাবের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নজরুল ইসলাম, ব্লক সভাপতি আসাদুল,আহমেদ, তৃণমূল নেতা দ্বীজেন্দ্রনাথ মন্ডল, ক্রিড়াও শিক্ষা কর্মাধক্ষ্য আবদুল মজিদ , যুব সভাপতি জাকির হোসেন সহ অনেকে। জেলা ও রাজ্যের
২০ টি দল খেলায় অংশগ্রহন করে। জাতীয় দলের কয়েকজন প্রখ্যাত খেলোয়াড় ও এই খেলায় অংশ নেন যেমন রাম মন্ডল । চ্যাম্পিয়ন দলের শিরোপা অর্জন করে কোলকাতা থেকে আগত খেলোয়াড়ের দল ।রবিবার ভোরে খেলা শেষে দলের ম্যানেজার মনসুর আলমও ক্যাপটেনের হাতে ট্রফিও নগদ ৩০ হাজার টাকা অর্থমূল্য তুলে দেন স্থানীয় শিক্ষাওক্রীড়া কর্মাধক্ষ্য আবদুল মজিদ । রানার্স আপ মোথাবাড়ি দলকে ট্রফিও নগদ ২০ হাজার অর্থমূল্য তুলে দেন এলাকার তৃণমূল নেতা আবদুল ওয়াহাব। এছাড়া তৃতীয় স্থানাধাকারী কুড়িয়াটারকে পাঁচ হাজার টাকা অর্থমূল্য তুলে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদ সাফিজুদ্দিন আহমেদ সহ পাঁচজন রেফারী। খেলা দেখার জন্য রাতভর বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের ঢল নামে। বিশেষত মহিলা ও কচি কাচা ছেলেমেয়েরাও রাত জেগে এই হাডুডু খেলা প্রতক্ষ্য করে। খেলা ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল তুঙ্গে। উদ্যোগতাদের তরফে সেনাউল হকও আজাদ আলি প্রমুখরা জানান, খেলার মাধ্যমে শৃঙ্খলা, শিক্ষা, সম্প্রীতিবার্তা দেওয়া ও গ্রামে খেলার মানোন্নয়ন ঘটানোই আমাদের লক্ষ্য।