|
---|
মালদা,২৩ নভেম্বর: আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান হলেন সরস্বতী মন্ডল। সোমবার কড়া পুলিশি প্রহরায় উপপ্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদিও এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ছিল। কিন্তু ব্লক তৃনমূলের সভাপতি দুর্গেশ চন্দ্র সরকারের নেতৃত্বে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে এদিন উপপ্রধান গঠন হয়। ১২ জন সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে এদিন উপস্থিত হন ১০ জন সদস্য। ১০ জন সদস্যের সমর্থনে সর্বসম্মতিক্রমে উপপ্রধান নির্বাচিত হন সরস্বতী মন্ডল।
যদিও ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রণব কুমার মন্ডলের অভিযোগ, আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক চন্দনা সরকার গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করে দলের ক্ষতি করার চেষ্টা করেন।বিধায়ককে কোন কাজে পাশে পাওয়া যায় না। এলাকায় দুর্গেশ চন্দ্র মন্ডলের নেতৃত্বে আমরা সংগঠিত হবে এগিয়ে চলেছি।সোমবার উপ প্রধান গঠনের দিন শান্তিপূর্ণভাবে উপপ্রধান গঠন হয়েছে। এদিন উপস্থিত ১০ জন সদস্য তৃণমূল প্রার্থী সরস্বতী মন্ডল কে সমর্থন করেছেন।