সরস্বতী পূজাকে কেন্দ্র করে লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন মোনালিসার

নূর আহামেদ,মেমারি : ২৮ জানুয়ারি ২০২৩সরস্বতী পুজোর থিম ছিল প্রয়াতা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিষয়টিকে কেন্দ্র করে মেমারী বিষয়ী পাড়ার মোনালিসা ক্লাব এবার তাদের ষষ্ঠ বছরে যে সরস্বতী প্রতিমা করেছেন তাতে দেখা যায় মা সরস্বতী স্বয়ং সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের হাত ধরে নিয়ে যাচ্ছেন। অপূর্ব দৃষ্টিনন্দন এই বিষয়টি। এ থেকেই বোঝা যায় ভারতের কোকিলকন্ঠী শিল্পী লতা মঙ্গেশকর ছিলেন সরস্বতীর মানস কন‍্যা। পূজা মন্ডপে ছিল লতাজীর একাধিক আলোকচিত্র। আজ মোনালিসা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকর গবেষক স্নেহাশীষ চট্টোপাধ্যায়। স্নেহাশীষ বাবু গত প্রায় ৩৫ বছর ধরে লতা মঙ্গেশকরের উপর কাজ করছেন। কাজের প্রয়োজনে তিনি বহুবার লতাজীর সঙ্গে দেখা করেছেন। তিনি শ্রীরামপুরে তাঁর নিজের বাড়িতে লতা মঙ্গেশকর আর্কাইভ তৈরী করেছেন। সেখানে তিনি লতা মঙ্গেশকরের গাওয়া প্রায় সব গান সংরক্ষণের ব‍্যবস্থা করেছেন। লতা মঙ্গেশকরের গাওয়া প্রায় সব গানের উপর তিনি “লতা গীত কোষ” নামে একটি বই লিখেছেন। যেটি ১৫ টি খন্ডে বিভক্ত। বইটির ১৩ টি খন্ড ইতিমধ‍্যেই প্রকাশিত হয়েছে। স্নেহাশীষবাবু জানান, লতা মঙ্গেশকর মোট ৩৮ টি ভাষায় প্রায় ৭ হাজার গান গেয়েছেন। তার মধ‍্যে স্নেহাশীষ বাবুর কাছে ৩৪ টি ভাষায় গাওয়া লতার গান সংরক্ষিত আছে।