|
---|
সেখ সামসুদ্দিন, ৩ এপ্রিলঃ ষষ্ঠ দফায় রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। জামালপুরে আজ পাঁচড়া ও জামালপুর ২ পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। দুটি অঞ্চলের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, দুটি অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব দাস ও মিঠু পাল, পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ অন্যান্যরা। বিধায়ক ও ব্লক সভাপতি বলেন এবারে দুয়ারে সরকার পরিষেবা মানুষের একদম কাছে পৌঁছানোর অর্থাৎ বুথ লেবেলে করতে মাইক্রো লেবেলের প্রচুর ক্যাম্প করা হয়েছে। একজন মানুষও যেন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই সরকারের লক্ষ্য। এখনো যদি কেউ কোনো সরকারি পরিষেবা না পেয়ে থাকেন তাদের নিকটবর্তী দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে অনুরোধ করেন তাঁরা।