| |
|---|

সেখ সামসুদ্দিন, ১ ডিসেম্বরঃ মেমারি ১ ব্লকের অন্তর্গত দলুই বাজার-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত শিক্ষা নিকেতনের হোম নিবেদিতা ভবনে ইন্সপেকশনে আসেন প্রশাসনিক কর্তৃত্ব। প্রশাসনিক স্তরে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী.এ, পূর্ব বর্ধমানের পুলিশ সুপারিনটেনডেন্ট সায়ক দাস। রুটিন ইন্সপেকশনের সময় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, পঞ্চায়েত প্রধান, হোমের সেক্রেটারী রীণা হাটি, সুপারিনটেনডেন্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন হোমের আবাসিকদের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মশারি দেওয়া হয়।


