|
---|
আর এ মণ্ডল (ইন্দাস) : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আউশনারা গ্রামে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমীর দিনে সন্ধ্যাকালীন এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।করোনা প্রেক্ষিতে গ্রামের দুঃস্থ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে শীতের শুরুতেই ৬০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো কমিটির পক্ষ থেকে-।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দাস থানার ওসি বিদ্যুৎ পাল,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ এবং নাসির মোল্লা,চন্দন রক্ষিত প্রমুখ।
কমিটির মধ্যে ছিলেন সভাপতি অতনু দে,সম্পাদক অনুপ দে,এবং তপন দে প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমীর দে।উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়। কোভিড ১৯ বিষয়ে সতর্কতা মুলক বক্তব্য রাখেন ওসি বিদ্যুৎ পাল,ইহা ছাড়াও শেখ হামিদ এবং নাসির মোল্লা প্রমুখেরাও বক্তব্য রাখেন।
এই অসময়ে সামান্য হলেও এলাকার মানুষের মধ্যে খুশির আমেজ দেখা যায়।