শারদীয়া উপলক্ষে সম্প্রীতি সভা খড়গ্রাম ব্লকে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : শুরু হচ্ছে দুর্গাপুজো, বাঙালির বৃহৎ উৎসবে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সহযোগিতায় কিভাবে এগিয়ে আসা উচিত এবং পুজোর কয়েকদিন কি কি করণীয়, কি কি করণীয় নয়, সে বিষয়ে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদের নিয়ে সম্প্রীতি সভা করা হলো খড়গ্রামে। রবিবার খড়গ্রাম ব্লক রবীন্দ্র ভবন কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সম্প্রীতি সভায় খরগ্রামের বিধায়ক আসিত মার্জিত প্রায় শতাধিক ইমাম-মোয়াজ্জিনদের হাতে শারদীয়া উপহার তুলেদেন, উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত, বিশিষ্ট সমাজসেবী জোসেফ হোসেন, ইমাম-মুয়াজ্জিন সংগঠনের ব্লক সম্পাদক আমিরুল ইসলাম, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং পুরোহিতরা ।