|
---|
আয়ুব আলি : সরস্বতী পূজাকে কেন্দ্র করে শান্তি নগর উৎসবের উদ্বোধন, উত্তর ২৪ পরগনার পলতা পিএনদাস কলেজের পার্শ্ববর্তী ময়দানে শান্তিনগর উৎসবের উদ্বোধন হল ২রা ফেব্রুয়ারি সরস্বতী পূজা র দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল কর- প্রধান মোহনপুর গ্রাম পঞ্চায়েত, পঙ্কজ বিশ্বাস জেলা পরিষদ সদস্য, নির্মাল্য চক্রবর্তী মৎস্য কর্মাধ্যক্ষ হুগলী জেলা পরিষদ। উৎসব কমিটির সভাপতি সেখ সফি জানালেন এবছর শান্তিনগর উৎসবের তৃতীয় বর্ষ ২০০টি বিভিন্ন রকম দোকান বসেছে মেলা প্রাঙ্গণে। ৯ দিনব্যাপী এই উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।