|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
সরস্বতী পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পুজো। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পুজো করে থাকে। বাকদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাক করে। রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে রায় পড়া নন্দেশ্বরী সংঘের সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। অঞ্জলি দেয়ার জন্য গ্ৰামবাসীরা রায় পড়া নন্দেশ্বরী সংঘের ভীড় করেন। নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুল এবারে সরস্বতী পুজো ৪তম বর্ষে পদার্পণ করলো। সরস্বতী পুজো শেষে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মণ্ডল ছাত্র-ছাত্রীদের প্রসাদ বিতরণ করেন। নন্দীগ্রাম শিবতলা কমিটির পক্ষ থেকে প্রতিবছর ন্যায় এবারও সরস্বতী পুজো উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।