শেষ হলো হজ্বের উড়ান, হাজীদের পরিষেবায় খুশি রাজ্যবাসী

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় এ বছরের হজ যাত্রায় অংশগ্রহণকারী হাজীদের পূর্ণ পরিষেবা অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হলো আজ।

    উল্লেখ্য চলতি মাসের ১৬ তারিখ থেকে হজ্বরের প্রথম উড়ান শুরু হয় কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবছর বাংলা থেকে মোট ২৭ টি বিমানে বাংলা সহ পার্শ্ববর্তী রাজ্যের মোট ৮৯০০ জন হজযাত্রী রহনা দেয়, এরমধ্যে বাংলার হাজী ছিলেন ৪৯৩৭ জন।
    বলাবাহুল্য এবছর হাজী সাহেবদের উড়ানের ত্রুটি খুব বেশি হয়নি বলে অফিশিয়াল সূত্রে জানা যায়। শেষ দিন হজের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নকি।
    হাজী সাহেবদের কাছে দোয়া নিতে প্রথম দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি হাজী সাহেবদের কাছে বিশ্ব শান্তির পাশাপাশি আপামর বাংলা তথা ভারতবাসীর জন্য দোয়া প্রার্থনা করেন।
    শেষ দিন বিমানবন্দরে হাজী সাহেবদের সঙ্গে মোবারকবাদ জানাতে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান,রাজ্য মন্ত্রিসভার সদস্য তাজমুল হোসেন,গোলাম রব্বানী,আখরুজ্জামান,সংসদ আবু তাহের খান, দপ্তরের সচিব পিবি সেলিম, জিএইচ ওয়াইদুর রহমান, হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান সাংসদ নাদিমুল হক, সদস্য ফেরদৌসী বেগম কুতুব উদ্দিন তরফদার, পীরজাদা হাজী রাকিবুল আজিজ বাখতেয়ারি,শাহজাহান আলী প্রমুখ। হজ কমিটির দীর্ঘ দিনের সেবক আলহাজ্ব এ কে এম ফারহাদ বলেন রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে এ বছরের হজ্জ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সম্প্রীতির মুখ ফিরহাদ হাকিম এবং দপ্তরের আধিকারিক পিবি সেলিম,শাকিল আহমেদ,ওবায়দুর রহমান,মোহাম্মদ রফিদের মত অফিসারদের দক্ষ নৈপুূর্ণতায় হাজী সাহেবদের পরিষেবা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাজ্যবাসী খুশি।