|
---|
লুতুব আলি, ২০ মার্চ : ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় বাংলার সাহিত্য আকাশে একটি নক্ষত্র। শিশু সাহিত্যে, গোয়েন্দা কাহিনী লিখে বাংলা পাঠক সমাজে চিরন্তন সমাদৃত। চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অনন্ত লোকের দিকে যাত্রা করেছেন। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাধনা মঞ্চ ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় কে নিয়ে কবিতায় কবিতায় ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় …. শীর্ষক একটি স্মৃতিচারণামূলক অনুষ্ঠান করে। ১৯ মার্চ সংগঠনটি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসুর দাবী : মার্চ মাসে ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় পরলোক গমনের পর, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাধনা মঞ্চই তাঁর প্রথম স্মৃতিচারনামূলক কলকাতায় অনুষ্ঠান করল। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের বিশিষ্ট কবি ও ছড়াকার চিন্ময় রায়চৌধুরী বলেন, অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়ের মত একজন সৃজন শীল স্বনামধন্য সাহিত্যিকের প্রয়াণে বাংলা সাহিত্যে অপরনীয় ক্ষতি হল। বাংলা সাহিত্যে বিদেশি শব্দ অনুপ্রবেশের ফলে বাংলা ভাষার ঐতিহ্য বিনষ্ট হতে বসেছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্বাধীন কণ্ঠ নিউজ এর পাবলিশার্স ও সম্পাদক, মরিয়ম পাবলিকেশন্স এর পাবলিশার মোহাম্মদ নাজমুল ইসলাম। সহমত পোষণ করেছেন বাংলাদেশের আর এক বিশিষ্ট লেখক মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান সংগঠনের চেয়ারম্যান বরুণ কুমার চক্রবর্তী, সভাপতি শ্রীমতি পান্না দাস। অনুষ্ঠানে র প্রারম্ভে গাছের গোড়ায় জল ঢেলে বার্তা দেওয়া হয় : গাছের প্রতি যত্নবান নিতে হবে ও বেশি বেশি করে গাছ লাগাতে হবে। খাবারের গোপনেও লেখা ছিল: গাছে আগুন লাগাবেন না। অনুষ্ঠানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সাহিত্য সম্মাননা পান ধ্রুবব্রত দত্ত, রঞ্জনা গুহ, অপূর্ব কুমার গাঙ্গুলী, পার্থ প্রতিম মন্ডল, মানব মুখার্জি, সঙ্গীতা কর, মেঘ ছায়া সরকার, ইয়াসিন সেপাই। পূর্ণেন্দু পত্রী স্মৃতি সম্মাননা পান দীপক গুড়িয়া। হীরক দুটি সম্মাননা দেওয়া হয় প্রবীর কুমার বিশ্বাস কে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: সমীর শীল, লক্ষীনারায়ণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, বাংলাদেশ জনতা র চেয়ারম্যান রিফাত আলম, অর্ণব আশিক, অগ্নিশিখা, বিভূ মুখোপাধ্যায়, পাঞ্জাবের বিশিষ্ট কবি বাণী পাল, ড: সীমা রায়, আব্দুস শুকুর আলী মল্লিক, আব্দুল কাইয়ুম, মধুমিতা চ্যাটার্জি, অর্ণব দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি ও শিক্ষিকা পাপিয়া চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কে উৎসর্গ করে স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মধুমিতা ধুত।