স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মানসিক রোগীদের সম্পর্কে সচেতনতায় প্রচার ট্যাবলো

সেখ সামসুদ্দিন : ১৮ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতায় লোকশিল্পী হিসাবে নথিভূক্ত হন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের রফিকুল ইসলাম খান। যিনি দুই বাংলায় গান পরিবেশন করে মানুষকে মুগ্ধ করেন। কিছুদিন আগেই বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন এবং সুনামের সঙ্গে অনুষ্ঠান করে সম্বর্ধনা নিয়ে ফিরে আসেন। আজ তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিম বর্ধমানে মানসিক রোগী সম্পর্কে সচেতনতায় পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠান করছেন। পশ্চিম বর্ধমান জেলা হাসপাতালের সামনে এই সচেতনতা মূলক প্রচারের ট্যাবলো উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের সিএমওএইচ, জেলা হাসপাতালের সুপার, মানসিক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ চৌধুরী, ডাঃ অতসী কুমার সহ অন্যান্য চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা। আজ থেকে শুরু করে ৬ দিন ধরে সারা জেলাব্যাপী ঘুরবে ট্যাবলো এবং লোকশিল্পী রফিকুল ইসলাম খানের টিম সঙ্গীতের মাধ্যমে মানসিক রোগী সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবেন। এই প্রচার ট্যাবলো থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষে বিশেষভাবে প্রচার করা হচ্ছে মানসিক রোগী দেখলে টোল ফ্রি নম্বর ১৪৪১৬ এ যোগাযোগ করে স্বাস্থ্য দপ্তরকে জানাতে।