|
---|
লুতুব আলি : ৭ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কারালাঘাট লাইফ কেয়ার নার্সিংহোমে স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা নিয়ে এক অনুষ্ঠিত হয়। এই সেমিনারের উদ্বোধন করেন ডা. প্রবীর সেনগুপ্ত প্রাক্তন প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বর্তমানে বিভাগীয় প্রধান গাইনি। লাইফ কেয়ার নার্সিংহোম এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যপরিসেবা, খাদ্য সুরক্ষা নিয়ে নিরন্তর অভিযোগ ওঠে। এই দুইটি দিক নিয়ে এদিন বিশেষজ্ঞরা উপভোক্তাদের বিস্তারিতভাবে ধারণা দেন ও আলোচনা করেন। ডা. প্রবীর সেনগুপ্ত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রামের চিকিৎসার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। মুমূর্ষু রোগীদের গ্রামীণ চিকিৎসকরা প্রাথমিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে শহরের হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে স্থানান্তরিত করার সুযোগ করে দেন। সেমিনারে জলপাইগুড়ি ও বর্ধমানের ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচার ক ও মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক বলেন, স্বাস্থ্য ও খাদ্য পরিষেবার ব্যাপারে কোনো ঘাটতি দেখা দিলে উপভোক্তারা কনজিউমার অ্যাফেয়ার্স ক্রেতা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তর, ওজন ও পরিমাপ দপ্তর এবং জেলা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানাতে পারেন। এই সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আলহাজ্ব উদ্দিন, চেয়ারম্যান প্রগ্রেসিভ নার্সিংহোম ও হসপিটাল অ্যাসোসিয়েশন। ফুড সেফটি অফিসার পাপিয়া মান্না। লাইফ কেয়ার নার্সিংহোমের কর্ণধার কাজী মোঃ আজিজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।