|
---|
নিজস্ব সংবাদদাতা, ২৮ মেঃ খন্ডঘোষ সদিচ্ছা ফাউন্ডেশন ও গোদা যুব সমিতি ক্লাবের উদ্যোগে সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় যথাক্রমে গুঁইর খন্ডঘোষ ও গোদা নবাবহাট এলাকায় দুটি স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সমীক্ষা শিবির করা হয়। ছিল সুগার, প্রেসার সহ পালমুনারি ফাংশন টেস্টের সুবিধা বিনামূল্যে, সাথে ছিল রক্তদান শিবিরও। আয়োজকদের তরফে জাহির মন্ডল এবং সেখ আসমৎ আলি জানান মোট ২৪০ জনের স্বাস্থ্য পরীক্ষা ও ১৩১ জনের ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা হয় এদিন। পরিবেশ দূষণ বাড়ায় তা মানুষের স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলছে তা বুঝতেই এই শিবির।