স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালের উন্নয়নে ৪ কোটি টাকা বরাদ্দ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক

আয়ুব আলি উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এলাকার স্বাস্থ্য পরিষেবায় তাঁর সাংসদীয় এলাকায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে ৪ কোটি টাকা বরাদ্দ করলেন। গত শনিবার ভাটপাড়া স্টেট হাসপাতালের জেনারেল হাসপাতালের উন্নয়নে কি প্রয়োজন, তা জানতে শ্যামনগর রবীন্দ্র ভবনে এবং রবিবার নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নতি কী প্রয়োজন, সেই বিষয়ে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক, স্বাস্থ্য সচীব নারায়ন স্বরুপ নিগম,জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র সেনগুপ্ত,নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের সুপার‌ ডঃ অমিত দুবে,নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ পৌর প্রতিনিধি ও মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ সংশ্লিষ্ট পদাধিকারীকগনের উপস্থিতিতে বৈঠক করেন নৈহাটি পৌরসভার ঐকতান প্রেক্ষাগৃহের সমরেশ বসু কক্ষে। দুই দিনের বৈঠকেই সাংসদ পার্থ ভৌমিকের বক্তব্য দুটি হাসপাতালেই দুই কোটি করে মোট চার কোটি টাকা দেওয়া হবে। দুটি হাসপাতালের উন্নতিকল্পে কীভাবে খরচ হবে তা জেলা শাসক,জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক দুটি হাসপাতালের সুপার – সহ রাজ্যের স্বাস্থ্য সচিব তার ঠিক করবেন। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে একগুচ্ছ অভিযোগ রয়েছে অধিকাংশ রোগীদের রেফার করে কল্যানী হাসপাতালে পাঠানো হয়। আউটডোরে রোগী অপেক্ষা করে থাকলেও চিকিৎসকের দেখা মেলে না। অভিযোগ অনেক বিভাগে চিকিৎসাই হয় না। অথচ বর্তমানে সেখানে ৩৪ জন চিকিৎসক রয়েছেন। দীর্ঘদিনের পুরোনো বিল্ডিং হওয়াই হাসপাতালটির অবস্থা খুব বেহাল। নতুনকরে আউটডোরে বিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আধুনিক ইমারজেন্সি ওয়ার্ড থাকবে। হাসপাতালের চেহারা বদলে দিতে পূর্ত-দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ডিজিটাল এক্সরে বসানো হবে হাসপাতালে। নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমেই ব্যারাকপুর সাংসদীয় এলাকায় স্বাস্থ্য পরিষেবায় জোর দিয়েছেন , তিনি তাঁর সাংসদ কোটা থেকে দুটি হাসপাতালের উন্নয়নে ৪ কোটি টাকা বরাদ্দ করলেন। তিনি একথা ব্যক্ত করেন আমি চাই মানুষ এই যেন এই হাসপাতাল থেকে সঠিক পরিষেবা পায়। প্রসঙ্গত , উন্নত স্বাস্থ্য পরীষেবার জন্য হাসপাতাল দুটির উপর ব্যারাকপুর সাংসদীয় এলাকার অসংখ্য মানুষ নির্ভরশীল। এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল। ,এই হাসপাতাল দুটির পরিকাঠামোর উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবায় উন্নতি করার। সেই দাবি মেনেই সাংসদ নির্বাচিত হওয়ার পর উদ্দোগ হন পার্থ ভৌমিক। সেজন্যই তিনি পর্যায়ক্রমে শ্যামনগর রবীন্দ্র ভবন এবং নৈহাটি ঐকতান প্রেক্ষাগৃহের সমরেশ বসু কক্ষে বৈঠক করেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকে সঙ্গে নিয়ে দুটি হাসপাতালই পরিদর্শন হয়েছে। এর পর সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকের পর এদিন জেলা শাসক,মহকুমা শাসক,জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকগন ,পৌর চেয়ারম্যান তথা পৌর প্রতিনিধি দের নিয়ে বৈঠক হল। বৈঠক গুলি থেকে সিদ্ধান্ত হয়েছে দুটি হাসপাতালের পুরোনো বিল্ডিং য়ে ইমার্জেন্সী অবজারভেশন ওয়ার্ড তৈরি হবে। সেখানেই ২৪ ঘন্টা ল্যাব- সহ এক্সরে, ই সি জি প্রভৃতি সুবিধা থাকবে। নতুন চিকিৎসা সরঞ্জাম ( যন্ত্রাংশ) আনা হবে হাসপাতাল দুটির পরিকাঠামোর উন্নয়নে। নতুন ভবন তৈরি হবে। প্রাথমিক আলোচনা থেকে জানা যায় ,নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে লেভেল থ্রি ট্রমা কেয়ার ইউনিট – সহ অর্থোপেডিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। আবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হবে আই কেয়ার সেন্টার। কম দূরত্বের হাসপাতাল দুটির এই সমস্ত পরিষেবাগুলির ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে এই সিদ্ধান্ত ও হয় প্রাথমিক পর্যায়ে এগুলিই ঠিক হয়েছে।