|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : পথ চলিতে মানুষকে করোনা সচেতন করতে এবার পথে নামল তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট। ১৪ ই জানুয়ারি শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর বটতলা মোড়ে এক পথসভার মধ্য দিয়ে কাবিলপুরবাসীকে সচেতনতার বার্তা দিলেন সাগরদিঘীর বিশিষ্ট জনেরা। এদিন শিবিরে সভাপতির আসন অলংকৃত করেন ওবায়দুর রহমান, এছাড়াও বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাগরদিঘী হাসপাতালের সেকেন্ড অফিসার দেবজ্যোতি রায়, যয়ন্তী বেরা, আব্দুর রউফ, ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম, মোঃ ইমরান হোসেন, রহমতুল্লাহ, তৌহীদুল ইসলাম প্ৰমুখ। সমগ্র শিবির টি সঞ্চালনায় ছিলেন মুর্শিদ সারওয়ার জাহান। এদিন বিশিষ্টজনেরা বার্তা দেন করোনার প্রথম ঢেউয়ে ও দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ তাদের স্বজনদের হারিয়েছেন, ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ মহামারি আকার ধারণ করেছে এবং ওমিক্রণ এর সংক্রমণ ধরা পড়েছে। সেদিকে লক্ষ্য রেখে সমস্ত ব্যবসায়ীদের, টোটো চালক, অটো চালক, বাসচালক, সকলক ব্যবসায়ীদের মাস্ক পড়ার কথা বলেন এবং যিনারা রীতিমতো বাজার করতে আসছে, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে। এবং সকলকে মাস্ক, স্যানিটাইজার, ব্যবহার করতে বলেন ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বলেন,