|
---|
মালদা, ১০ সেপ্টেম্বর: শতাব্দী এক্সপ্রেস ট্রেনে নিন্মমানের খাবার সরবরাহ ও ট্রেনের কামরায় আরশোলার উপদ্রপের অভিযোগ তুললেন যাত্রীদের একাংশ। এই বিষয়ে প্রায় ১০ জন যাত্রী একটি লিখিত অভিযোগ জানায় রেল কর্তৃপক্ষের কাছে। এমনকি রেলের টোলফ্রী নম্বরে অভিযোগ জানায়। সোমবার রাতে মালদা স্টেশনে নেমে রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। রেল সুত্রে জানা গিয়েছে শতাব্দী এক্সপ্রেসে সি-২ কামরায় প্রায় ছিলেন মালদার বেশ কয়েকজন যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন সরকারী আধিকারিক, ব্যবসায়ি ও তাদের পরিবার ছিল। অভিযোগ কামরায় ওঠার পর থেকেই যাত্রীরা লক্ষ্য করেন আরশোলার উপদ্রপ। যাত্রীদের ব্যাগে পর্যন্ত ঢুকে পড়ছে। এমনকি খাবারের থালার মধ্যেও আরশোলা পড়ে যাচ্ছে। অনেক যাত্রী খাবার ফেলে দেয়। তার উপর নিন্মমানের খাবার দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি যাত্রীরা রেল কর্মীদের জানায়। রেল কর্মীরা স্বীকার করে পরিষ্কার করা হয়নি কামরা। বিষয়টি যাত্রীরা লিখিত ভাবে রেলের কাছে অভিযোগ দায়ের করেছেন।