|
---|
নিজস্ব সংবাদদাতা : গোটা বাড়িটাতেই সত্যজিৎ রায়। কলকাতার চারুমার্কেট এলাকায় মেট্রোরেলের বাড়ির গায়ে ফুটে উঠছে 3D এফেক্টে সত্যজিৎ রায়। এক বেসরকারি সংস্থার উদ্যোগে এই দৃষ্টিনন্দন সৃষ্টি ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রথম কলকাতায় এইরকম থ্রিডি চিত্র করা হল। উদ্বোধনে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়,জহর সরকার ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই আর্টকে পাবলিক আর্ট বলা হয়। জানালেন জহর সরকার। কলকাতার আরও অনেক জায়গায় এই ধরণের আর্ট করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান কলকাতার মেয়র।