|
---|
নিজস্ব সংবাদদাতা : কিছুদিন ধরেই বিভিন্ন মন্তব্যের মাধ্যমে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন সৌগত রায় (Sougata Roy)। এবার বামেদের প্রশংসা শোনা গেল এই তৃণমূল নেতার মুখে। বিজেপি নয় বামেদের মিছিল দেখলে তিনি খুশি হবেন এমনটাও জানালেন সৌগত রায়। তিনি বলেন, ”বিজেপির বড় মিছিলের থেকে সিপিএমের বড় মিছিলে খুশি হব। শূন্য থেকে ছাত্র-যুবদের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। সিপিএম ধর্মনিরপেক্ষ দল, মন্দির-মসজিদের রাজনীতি করে না।”এর আগে নিয়োগ-দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারিতে বিস্ফোরক সৌগত রায়। সুবীরেশের নিয়োগ প্রসঙ্গে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা। ‘একজন উপাচার্য জেলে যাচ্ছেন, আমি লজ্জিত’। ‘উপাচার্য পদের মহিমা-গরিমা ক্ষতিগ্রস্ত হয়েছে’। ‘কী মহৎ গুণ ছিল যে একসঙ্গে এত পদে!’। ‘ওঁর আনুগত্য ছিল ব্যক্তির প্রতি’
পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ইঙ্গিত সৌগত রায়ের। ‘পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়েছে’, বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। এই ঘটনায় কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর? এর আগে বাগুইআটির দুই কিশোরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল। পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। তদন্তের ভার এখন সিআইডির হাতে। এই পরিস্থিতিতেই বাগুইআটির নিহত কিশোরদের নিয়ে ভয়ঙ্কর এক অভিযোগ এনেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।তৃণমূল সাংসদের দাবি, নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল। তিনি বলেন, খারাপ লাগছিল ছেলে দুটির অভিভাবকরা হাহাকার করছিলেন কিন্তু মাত্র ষোল বছরের একটি ছেলে কীভাবে এম টেনের নেশা করে ? তিনি আরও বলেন, দুই কিশোর ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? বরানগরে তৃণমূল সাংসদের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
ই বক্তব্যের ভিডিও সামনে আসার পরই তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ কীভাবে একথা জানলেন সৌগত রায় ? উনি কি সাপ্লাই করতেন ? তিনি আরও বলেন, ‘ বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। ‘ বাগুইআটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে দিলীপ ঘোষ বলেন, তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
সৌগত রায়কে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ সৌগতবাবু সকলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়ান, নিজেরটা দেন না কেন ? উনি তো একজন অচেনা লোকের থেকে টাকার বান্ডিল নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন ‘। এছাড়াও সুজন বলেন, মৃতের চরিত্র বিশ্লেষণ করা এই সরকারের স্বভাব!