‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ ২০১৯

নতুন গতি নিউজ ডেস্ক : ২০১৬ সালের এই দিনটিতে,৮ জুলাই, পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেই থেকে লাগাতার চলেছে মানুষকে সচেতন করার যথাসাধ্য প্রয়াস। সুফল যে মিলেছে, রাজ্যজুড়ে পথ দুর্ঘটনার দ্রুত কমতে থাকা হারেই স্পষ্ট।কলকাতাতেও গত তিন বছরে উল্লেখযোগ্য ভাবে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। ২০১৬-য় শহরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪০৭ জন। ২০১৭-য় সংখ্যাটা কমে দাঁড়ায় ৩২৯, এবং ২০১৮-য় আরও কমে ২৯৪। সংখ্যাটা আরও অনেক কমিয়ে আনার জন্য চেষ্টা চলছে নিরন্তর,’ সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে।

    এই উদ্যোগের তৃতীয় বর্ষপূর্তিতে আজ সকালে হরিশ মুখার্জি রোডে শতাধিক বাইক নিয়ে কলকাতা পুলিশের সচেতনতা-যাত্রার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।উপস্থিত ছিলেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা।

    উপরোক্ত অনুষ্ঠানের আগে মাননীয়া মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ হাসপাতালে গিয়ে সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দিলেন চিকিৎসাধীন ট্র্যাফিক কনস্টেবল তপন ওঁরাও-কে, যিনি কয়েক দিন আগে হেলমেটহীন এক বাইক আরোহীকে আটকাতে গিয়ে আহত হয়েছিলেন গুরুতর। অভিযুক্ত বাইক আরোহী এখনও অধরা, তবে ধরা পড়বে শীঘ্রই।