সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : জঙ্গিপুর জেলা পুলিশ, তথা সাগরদিঘী থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল সাগরদিঘী বাস স্টান্ড মোড়ে। অনুষ্ঠানের শুরুতেই পথদুর্ঘটনায় নিহত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের হাতে একটি করে হেলমেট ও তুলে দেওয়া হয়।
এবং জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে বিশেষ বার্তা দেন সাগরদিঘীর বিডিও মহাশয়, ওসি মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়। এদিন সাগরদিঘী বাসস্ট্যান্ড থেকে রতনপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বিশেষ সাইকেল ৱ্যালির আয়োজন করা হয়। এই ৱ্যালিতে অংশগ্রহণ করেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী সুমিত বিশ্বাস মহাশয় মানুষের মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা পৌঁছে দেন এছাড়াও উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার অন্যান্য আধিকারিকরা ও সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিডিও শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় শ্রী সুমিত বিশ্বাস মহাশয়, সাগরদিঘী এস.এন.হাইস্কুলের প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক মহাশয় এবং সাগরদিঘীর প্রধান শ্রী অরূপ মন্ডল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা এবং সাগরদিঘির আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপস্থিত ছিলেন এরকম সুন্দর একটি সচেতনতা মূলক কর্মসূচী পালন করার জন্য সাগরদিঘির জনসাধারণ সাগরদিঘির পুলিশ এবং ভারপ্রাপ্ত ওসি শ্রী সুমিত বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানিয়েছেন।