|
---|
সংবাদদাতা : পরিবেশ দিবস উপলক্ষে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে হুগলী জেলার ডানকুনি রেল স্টেশনের কাছে একটি পরিবেশ সচেতনতার এবং বৃক্ষরোপন, বৃক্ষবিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচুর মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিবেশের বিভিন্ন দূষণের দিকগুলো তুলে ধরা হয়। বিশেষ করে প্লাস্টিক দূষণ, আবর্জনা পোড়ানো এবং পুকুর ভরাটের মত বিষয় তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। হুগলী জেলার সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সম্পাদক সেখ মাবুদ আলী বলেন ” মানুষ পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, সেই মানুষকেই পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে তবেই আমরা আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ রেখে যেতে পারব।” আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, ন্যাশনাল হিউম্যান রাইট এর অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অরূপ মুখার্জি, সাহিত্যিক ও লেখক অমলেন্দু ঘোষ। সবুজ সৈনিক নাদিম হোসেন মল্লিক শেখ নবাব হোসেন আবু হোসেন মল্লিক, এডভোকেট সাইয়েদুল জামান,আমান মন্ডল, শেখ আরমান সাহেব আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।