|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : গোটা দেশজুড়ে জল সঙ্কট দেখা দিয়েছে। আশঙ্কা এরাজ্যের ভবিষ্যতও।মালদা-সহ জেলার বিভিন্ন প্রান্তে কমছে ভূগর্ভস্থ জলের স্তর।এমনকি মালদার বিভিন্ন প্রান্তে
গত বর্ষাতেও জলের স্তর নেমে গিয়েছে ।এতে চিন্তায় মালদাবাসী। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।সচেতনতার বার্তা দিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১২ জুলাই জল বাঁচাও দিবস পালন করল হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লক ।
জল সংরক্ষণের দাবিতে হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের বিডিও অনির্বাণ বসু পদযাত্রার ডাক দেন। ব্লক তথ্য কেন্দ্র থেকে সহিত মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ গ্রহণ করেন বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চৌধুরী-সহ হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, পিপলা উচ্চ বিদ্যালয় ও কিরণ বালাবালিকা বিদ্যা শ্রম গার্লস স্কুলের ছাত্র-ছাত্রী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।এছাড়াও অংশ গ্রহণ করেন ১ নং ব্লকের সমস্ত ক্লাবের সদস্য, কন্যাশ্রী মহিলা ও স্থানীয় লোকেরা ।
বিডিও অনির্বাণ বসু জানান,
জল সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’-এর দ্বিতীয় ইনিংসের শুরুতেই দেশবাসীর কাছে জল সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে জল সংরক্ষণ সচেতনতা বাড়াতে ‘জল বাঁচাও দিবস’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জল বাঁচাও দিবসে পদযাত্রা করারও ডাক দিয়েছেন তিনি।
জল সঙ্কট মোকাবিলায় যে সমগ্র দেশবাসীকে এগিয়ে আসতে হবে, তার জন্য রবিবারই ‘মন কি বাত’ অনুষ্ঠানে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জল বাঁচাও দিবসের সক্রিয় ব্লক কর্মী সাইদুল ইসলাম জানান, ‘জল সংরক্ষণের ব্যাপারে এখনও অধিকাংশ মানুষ সচেতন নন। তাই সকলের মধ্যে জল সংরক্ষণ সচেতনতা গড়ে তুলতে ১২ জুলাই দিনটিকে ‘জল বাঁচাও দিবস’ হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মাটি দিবস’, ‘কন্যাশ্রী দিবস’-এর পথ ধরেই এবার থেকে রাজ্যে জল সঞ্চয়ের জন্য জল দিবস পালিত হল জানিয়ে তিনি বলেন, ‘এবার থেকে প্রতি বছর রাজ্যে ১২ জুলাই পালিত হবে ‘জল বাঁচাও, জীবন বাঁচাও’ অর্থাত্ জল বাঁচাও দিবস।’ শুধু তাই নয়, পদযাত্রার মাধ্যমেই এই বিশেষ দিনটি উদযাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সেভ ওয়াটার, সেভ লাইফ’
আপাতত কেবল রাজ্যে ‘জল বাঁচাও দিবস’ উদযাপিত হলেও আগামীদিনে এটি সমগ্র দেশে পালিত হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০১৩ সালে তিনিই প্রথম রাজ্যে মাটি উত্সব উদযাপন করা শুরু করেন। ২০১৫ সালে এটি রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পাওয়ার পর থেকে সমগ্র দেশে মাটি উত্সব পালিত হচ্ছে। এছাড়া ১৪ জুলাই তিনি কন্যাশ্রী দিবস পালন করেন। আগামীদিনে এটিও সমগ্র দেশে পালিত হবে বলে আশাবাদী মমতা।