|
---|
নূর আহমেদ,মেমারি : ১২ জানুয়ারি ১৬১ তম স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন উপলক্ষ্যে মেমারি পৌর সভার উদ্যোগে মেমারি চকদিঘী মোড় জিটি রোড চৌমাথার মোড় এলাকায় বিবেকানন্দ মূর্তি উদ্বোধন হয়। উদ্বোধন করেন পৌর সভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত। নতুন মূর্তিতে মাল্যদান করেন। অনষ্ঠানে ছিলেন, বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিল। স্বপন বিষয়ী বলেন, ধনী দরিদ্র উচ্চ নীচ সকল মানুষকে সাথে নিয়ে স্বামীজীর আর্দশে কাজ করায় আমাদের লক্ষ্য।অন্যদিকে মেমারি স্টেশন বাজারে স্বপন ঘোষালের নেনৃত্বে বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদান করেন ও পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে বামুনপাড়া এলাকা মহাবীর এ্যাপোয়েন্টমেন্ট থেকে বিকেল ৫ টা নাগাদ বিবেকানন্দ জন্ম দিবস পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে বামুন পাড়া মোড়ে এসে শেষ হয়। রাতে মহাবীর এ্যাপোয়েন্টমেন্ট এর সামনে তুহিন যশের নেতত্বে একটি সাংস্কৃতি অনুষ্ঠান হয়।