গুলি নিদানে সায়ন্তনকে গ্রেফতার করতেই হবে: জ্যোতিপ্রিয়

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট : “বসিরহাট বিজেপি প্রার্থীর গুলি নিদান কান্ডে অবিলম্বে গ্রেফতার করতে হবে
বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু কে। তিনি যেভাবে প্রকাশ্যে তৃণমূল কর্মী দের উপর গুলির নিধান দিয়েছেন তাতে নির্বাচন কমিশন কে অভিযোগ করেছি, অভিলম্বে গ্রেফতার করতে হবে সায়ন্তন বসু কে। আমরা যেখানে যেখানে ছোট খাটো কর্মীসভা করতে যাচ্ছি, সেই কর্মী সভা জনসভায় রুপান্তরিত হচ্ছে । আর এলাকার জন সমাগম প্রমাণ করছে এই এলাকার তৃণমূল প্রার্থী কয়েক লক্ষ ব্যবধানের জয় হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।”—- রবিবার বিকালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী নুসরত জাহানের সমর্থনে বসিরহাটের মধ্যমপুর গুলাইচন্ডী মাঠে তৃনমূলের এক জন সভায় এসে এ কথাই বললেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তবে এদিন নুসরাত বলেন , আমার কিছু কুরুচিপূর্ণ ছবি ও মন্তব্য সোসাল মিডিয়ায় পোষ্ট করছে ।মানুষ সব জানতে পারছে বুঝতে পারছে কারা করছে এর বিরুদ্ধে মানুষ রায় দেবে।
তবে এদিনের মঞ্চে এলাকার প্রায় দুশো জন বিজেপি নেতা কর্মীরা তৃনমূলে যোগ দিয়েছেন । দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন খাদ্যমন্ত্রী ।”