|
---|
নিজস্ব সংবাদদাতা,কীর্ণাহার: ভয়াবহ দুর্ঘটনা নানুরের দাসকলগ্রামের কাছে কীর্ণাহার-কাটোয়া রাজ্য সড়কে। ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে অনুমান স্থানীয়দের।
উল্লেখ্য আজ দুপুরে পূর্ব বর্ধমান জেলা অভিমূখী একটি অল্টো গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিকে আসা ডাম্পারের,আর তার ফলে ছোট গাড়ীটির উপরে চেপে যায় ডাম্পারটি, ছোট গাড়িটি সম্পূর্ণরূপে পিষ্ট হয়ে যাওয়ায় প্রত্যক্ষদর্শীদের অনুমান ছোট গাড়ীর যাত্রীরা প্রত্যেকেই নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।