|
---|
মহঃ সফিউল আলম , বীরভূম : ২২ জানুয়ারী রাজনগর বেসিক স্কুলে একটি অভিভাবক সভা আয়োজিত হয় ৷ বিদ্যালয় উন্নয়ন কমিটি ও ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট এর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই আয়োজন বলে জানান আয়োজকরা ৷ শিক্ষানুরাগী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ হাজির ছিলেন শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়াদের বাবা , মা , অভিভাবকরাও ৷
এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর বেসিক স্কুলের টিআইসি যাদব সাহা , শিক্ষক সোমনাথ ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা , ট্রাস্টের পক্ষে প্রজেক্ট কো অর্ডিনেটর শ্যামশ্রী মুখোপাধ্যায় , সুমন দে সরকার প্রমুখ ৷ সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক সোমনাথ ভট্টাচার্য ৷ বিদ্যালয় সূত্রে জানা যায় , ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট এর পক্ষ থেকে উক্ত বিদ্যালয়ে শৌচাগার , পানীয়জল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলবেন ৷ তাতে বিশেষ করে পড়ুয়ারা ভীষণ ভাবে উপকৃত হবে ৷এদিন শ্যামশ্রী মুখোপাধ্যায় তাঁর মূল্যবান বক্তব্যে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলার ও অভিভাবকেদেরও সেক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণের আর্জি জানান ৷ শিক্ষা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন শিক্ষক সোমনাথ বাবু ৷ অভিভাবক অভিভাবিকারাও শ্যামশ্রী ম্যাডামের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও মত বিনিময় করেন ৷ সভাশেষে শ্যামশ্রী ম্যাডাম আরও বলেন , বিদ্যালয় উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের এই উদ্যোগ ও আজকের এই সভার আয়োজন৷ উল্লেখ্য বিদ্যালয়ে ট্রাস্টের পক্ষ থেকে অর্থ ব্যয় করে পরিকাঠামো গত উন্নয়ন ঘটানো হবে ৷ কিছুটা সাহায্য সহযোগিতা করবে বিদ্যালয় ৷ স্বভাবতই এমন শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানান এলাকাবাসী ৷