পড়ুয়াদের স্বচ্ছতার পাঠ হাতে কলমে : সেই সাথে সচেতনতার বার্তা রাজনগর মহাবিদ্যালয়ে

মহঃ সফিউল আলম, রাজনগর: বীরভূমের রাজনগর মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পে এক সপ্তাহ ব্যাপী বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়৷ উক্ত প্রকল্পে ছাত্র ছাত্রীরা সাফাই অভিযানে সক্রিয় রুপে অংশ নেন৷ তৎপর ছিলেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও৷ এর পাশাপাশি সাপের বিষ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যেমন পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় ঠিক তেমনি এডস বিষয়ে সচেতনতার বার্তাও ছিল৷ স্থানীয় শিক্ষাপ্রেমী সুধীজনেরাও হাজির ছিলেন৷

    মহাবিদ্যালয়ের তরফে ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুলতানা , অধ্যাপক সূর্য শেখর পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের জানান, এক সপ্তাহ ধরে এই সব সচেতনতা মূলক কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে৷ জাতীয় সেবা প্রকল্পে সাফাই অভিযানে ছাত্র ছাত্রীরা অংশ নিয়ে স্বচ্ছতার বার্তাও পৌঁছে দিতে সক্ষম হয়েছেন৷ এছাড়া সাপের বিষ সম্পর্কে ও এডস বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিশেষ কর্মসূচীও নেওয়া হয়৷ এই ধরণের উদ্যোগের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগীদের একাংশ ৷