|
---|
রাহুল রায়,কেতুগ্ৰাম: স্কুলের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের দাবিতে সরব হলেন স্কুলের প্রাক্তনীরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম দুই নম্বর ব্লকের অন্তর্গত বহড়ান জয়দুর্গা হাইস্কুলটি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে। তখনই গ্রামের এক জনৈক ব্যক্তি স্কুলের উন্নয়নের স্বার্থে দুটি জমি দান করেছিলেন এই বহড়ান জয়দুর্গা হাইস্কুলকে।
বর্তমানে ঐ জমি দুটির রেকর্ড স্কুলের নামে থাকলেও জমির বর্গাদার হিসাবে নাম উল্লেখ আছে স্থানীয় এক বাসিন্দা কপিল নাথ পাল নামক এক ব্যক্তির।
কিন্তু বর্তমানে ঐ জমি দুটি থেকে উৎপাদিত ফসলের কোনো ভাগই পায় না এই স্কুল দীর্ঘদিন ধরে।
এদিকে ঐ বর্গাদার চাষী কপিল নাথ পাল এদিন জানান যে, স্কুলের নামে থাকা ঐ জমি দুটি তিনি বর্গাদার হিসাবে চাষ করতেন, কিন্তু এখন ঐ জমি দুটি তার হাতে নেই, ঐ জমি দুটি এখন চাষ করেন অন্যজন। তাই আলোচনা সাপেক্ষে ইস্কুল যা সিদ্ধান্ত নেবেন তা তিনি করতে প্রস্তুত আছেন। অন্যদিকে এদিন স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের পরিচালন সমিতি সহ স্কুলের প্রাক্তন ছাত্ররা করোনা বিধি মেনে সকলে হাতে হাতে স্কুলের জমি পুনরুদ্ধারের প্ল্যাকার্ড নিয়ে জমি দুটির পুনরুদ্ধারের দাবি জানালেন সবাই।
ঐ জমি দুটি থেকে চাষে যা আয় হবে তা স্কুলের উন্নয়নের কাজে লাগাবেন বলে জানান স্কুল কর্তৃপক্ষও।