| |
|---|
খান আরশাদ, বীরভূম:
সোনা জয়ী আদিবাসী ছাত্রকে সম্বর্ধনা দিয়ে করঞ্জাবুনি গ্রাম প্রদক্ষিণ করল স্কুল কর্তৃপক্ষ। গত ৯ মার্চ বহরমপুরে আয়োজিত হয় ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম স্থান দখল করে সোনা জয় করে বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের বেলবুনি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শিবলাল টুডু। শিবলাল টুডুর এই কৃতিত্বে গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। মঙ্গলবার বিদ্যালয়ের তরফে শিবলাল টুডুকে সংবর্ধনা প্রদান করে বাদ্যযন্ত্র সহকারে গ্রাম প্রদক্ষিণ করা হয়।






