প্রচণ্ড গরমে নাজেহাল ষ্কুলের বাচ্ছারা

নিজস্ব সংবাদদাতা: গত পঞ্চাশ বছরে এইরকম গরম দেখে নি শিলিগুড়ির মানুষ।এই সময় খোলা ইষ্কুল,আর অভিভাবক দের অভিযোগ অধিকাংশ বাচ্ছা -ই ষ্কুল যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে । অভিভাবকদের অভিযোগ, বাসে এসি তো দুরের কথা একটা ফ্যান পযর্ন্ত নেই।বাস চালকদের জিঞ্জাসা করা হলে তারা বলছেন এইসব আমরা কিছুই জানি না,দিদিমনি সব জানেন।এই অসহ্য গরমে প্রায় সাত ঘন্টা ষ্কুলে থেকে বাচ্চারা আর নড়তেই পারছে না,তার উপরে তাদের পিঠে থাকছে ভারী ব্যাগ। শিলিগুড়িতে একমাত্র জিডি গোয়েঙ্কা ছাড়া আর কোন ষ্কুলে ফ্যান কিংবা এসি নেই।এই নিয়ে অভিভাবকদের ক্ষোভ অনেক।তারা জানিয়েছেন দিনের পর দিন টাকা দিয়ে যাচ্ছেন তারা,চাইলে আরো বেশীই দেবেন, কিন্তুু তারা বুঝতেই পারছেন না,কি করে ষ্কুল কর্তৃপক্ষ এত উদাসীন হন। এতক্ষন বাসে থাকা,তার উপরে ষ্কুল করা,আর রাস্তায় যানযট হলে তো কথাই নেই। গরম নিয়ে শিলিগুড়ির অভিভাবকদের  অ্যাসোসিয়েশন দু এক দিনের মধ্যে বসবার কথা,তাতে যদি কোন সুত্র মেলে সমাধানের।না হলে এই প্রচণ্ড গরমে বাচ্চাদের  অসুস্থতা বেড়েই যাবে দিনের পর দিন জানালেন শিলিগুড়ি ডনবসকো ষ্কুলের এক অভিভাবক।