|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের মধ্যে একমাত্র নেপিলি ইষ্কুল কৃষনমায়া নেপালি ইষ্কুল।করোনা আবহে বহুদিন বন্ধ ছিল এই ইষ্কুল।বর্তমানে ইষ্কুল খুলে গেছে। খুশী দিদিমনি, ছাত্রছাত্রী এবং তাদের আভিভাবকেরা।তাই ইষ্কুল কতৃপক্ষও এই মুহূর্তগুলিকে মনে রাখতে একেবারেই অন্যভাবে সাজিয়ে তুলেছে ইষ্কুলটিকে।
ইষ্কুলে প্রধান শিক্ষিকা সবিতা লামা জানিয়েছেন ইষ্কুল খুলে যাওয়ায় খুশী আমরা সবাই।কারন এই করোনার কারনে দুবছর ইষ্কুল বন্ধ থাকায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমরা সবাই।ইষ্কুল যে খুলবে এবং আমরা যে আবার ইষ্কুলে আসতে পারব এবং ছাত্রছাত্রীরাও যে আবার Class করতে পারবে তা ভাবতেই পারি নী আমরা।তাই সরকার যখন ইষ্কুল খোলবার কথা ঘোষনা করল আমরা প্রচণ্ডভাবে খুশী হয়েছিলাম।তখন থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম এই ইষ্কুলকে কিভাবে সাজানো যায়।তাই ছাত্রছাত্রীদের সাথে পরামর্শ করে ইষ্কুলকে সাজানোর ব্যাবস্থা করলাম।ইষ্কুলের ছাত্রছাত্রীদের সাথে পরামর্শ করে সাজিয়ে তোলা হয়েছে গোটা ইষ্কুল।চারিদিকে শিক্ষনীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে।ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাসুদেব ঘোষকে এই ইষ্কুলের কথা জিঞ্জাসা করা হলে তিনি বলেন আমার ভালো লাগছে।আমি শুনেছি একবার যাব ইষ্কুলে।